মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্কার মনোনয়নে সিনেমা পাঠাবে না রাশিয়া

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

অস্কার-মনোনয়নে-সিনেমা-পাঠাবে-না-রাশিয়া

অস্কার-মনোনয়নে-সিনেমা-পাঠাবে-না-রাশিয়া

পশ্চিমাদের আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনে সামরিক যুদ্ধের পর এবার বৈশ্বিক চলচ্চিত্র পুরস্কার অস্কারের সঙ্গে নতুনভাবে যুদ্ধে জড়াল রাশিয়া। রাশিয়ার অস্কার নমিনেশন কমিশন থেকে পদত্যাগ করলেন সেটির চেয়ারম্যান। একই সঙ্গে দেশটি অস্কার পুরস্কার প্রতিযোগিতায় কোনো সিনেমা জমা দেবে না।

১৯৯৭ সালে  অস্কারের জন্য মনোনীত ‘দ্যা থিফ’ চলচ্চিত্রের পরিচালক প্যাভেল চুখরাই একটি চিঠিতে জানান, দেশের ফিল্ম একাডেমি তাদরে পরামর্শ ছাড়া যেন কোনো ধরনের চলচ্চিত্র মনোনয়নের জন্য পাঠানো না হয়। 

এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এটিকে ‘অবৈধ’ বলেন দাঁড়িয়ে ছিলেন চুখরাই।

এদিকে, অস্কারে কেন চলচ্চিত্র মনোনয়নের জন্য জমা দেওয়া হবে না তার কারণ জানায়নি রাশিয়ার ফিল্ম একাডেমি।

কোনো বর্ণনা ছাড়াই একটি বিবৃতিতে বলা হয়, চুখরাই অস্কারের কমিশনের একজন চেয়ারম্যান ছিলেন! 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর