বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিবাসীদের কমলা হ্যারিসের বাসায় পাঠিয়ে দিলেন গভর্নর

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০১  

অভিবাসীদের-কমলা-হ্যারিসের-বাসায়-পাঠিয়ে-দিলেন-গভর্নর

অভিবাসীদের-কমলা-হ্যারিসের-বাসায়-পাঠিয়ে-দিলেন-গভর্নর

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির কাছে দুই বাস অভিবাসী এসে পৌঁছেছে। রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে এসব অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, কলম্বিয়া, কিউবা, গায়ানা, নিকারাগুয়া, পানামা ও ভেনেজুয়েলা থেকে ১০০ অভিবাসীকে হ্যারিসের ওয়াশিংটন ডিসির বাসভবনের কাছে নামিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শতাধিক অভিবাসী সামান্য কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে দুইটি বাসে এসে পৌঁছায়। এ জন্য তাদের ৩০ ঘণ্টার বেশি ভ্রমণ করতে হয়েছে। তবে সেখানে নামার পর তাদের নিকটবর্তী একটি গির্জায় পাঠিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন>> ২০০ ফুট গভীর গর্ত থেকে আসছে শিশু কান্না, ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

অ্যাবট বলেন, যতক্ষণ না প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সীমান্ত সুরক্ষার জন্য কাজ করবেন ততক্ষণ ওয়াশিংটন ডিসির মতো শহরগুলোতে অভিবাসীদের পাঠানো অব্যাহত রাখা হবে।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানদের এমন কর্মকাণ্ডের নিন্দা করেছেন সমালোচকরা।

সম্প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও অভিবাসীদের ঢল ঠেকাতে কাজ করছে বাইডেন প্রশাসন।

সূত্র: আল-জাজিরা

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর