বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে পূর্ণতা পেলো ভিনদেশি ২ নারীর ছয় বছরের সম্পর্ক!

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

অবশেষে-পূর্ণতা-পেলো-ভিনদেশি-২-নারীর-ছয়-বছরের-সম্পর্ক

অবশেষে-পূর্ণতা-পেলো-ভিনদেশি-২-নারীর-ছয়-বছরের-সম্পর্ক

অবশেষে পূর্ণতা পেলো দুই নারীর ছয় বছরের গভীর প্রেমের সম্পর্ক। পবিরার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে তামিলনাডুর সুবিক্ষা সুব্রামণি বিয়ে করলেন টিনাকে।

গত বুধবার চেন্নাইতে এ সমকামী জুটির চারহাত এক হলো। তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুবিক্ষা আর বাংলাদেশের হিন্দু রক্ষণশীল পরিবারের কন্যা টিনার বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো তামিল ব্রাহ্মণ রীতি মেনেই।

জানা গেছে, ছয় বছরের সমকামী সম্পর্কের কথা বাড়ির লোকেদের জানানো সহজ ছিল না সুবিক্ষা ও টিনার জন্য। প্রথমদিকে আপত্তি জানালেও শেষে দুই পরিবারের সম্মতি নিয়েই বিবাহ অনুষ্ঠান শেষ হলো।

আরো পড়ুন>> মঞ্চেই অভিনেতার হার্ট অ্যাটাক, ছটফট করতে করতে মৃত্যু!

২৯ বছর বয়সী সুবিক্ষা বলেন, বহু বছরের প্রচেষ্টার পর এ দিনটি দেখতে পেয়ে দারুণ লাগছে। দুই পরিবারের সম্মতি নিয়ে সব আচার-অনুষ্ঠান মেনে বিয়ে করা আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হলো।

সুবিক্ষার মা পূর্ণপুষ্কলা সুব্রামণি জানান, মেয়ের সমকামী সম্পর্কের কথা সমাজে জানাজানি হলে নিন্দার ঝড় উঠবে ভেবে প্রথমদিকে তিনি বেশ আতঙ্কিত ছিলেন। কিন্তু সুবিক্ষা তাদের ভালোভাবে বোঝানোর পর উদ্বেগ দূর হয়। চিন্তাধারায় বদল আনার জন্য সুবিক্ষার বাবা-মা মনোবিদের কাছেও যান।

৩৫ বছর বয়সী টিনা আগেও বিয়ে করেছিলেন। টিনার বয়স যখন ১৯ বছর তখন তার বাবা-মা জানতে পারেন মেয়ে সমকামী। তাদের ধারণা ছিল, মেয়ে কোনো মানসিক রোগেই আক্রান্ত হয়েছে। তাই জোর করে এক পুরুষের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। টিনার বোন এ বিষয় প্রথমে আপত্তি জানালেও পরে মেনে নেন।

আরো পড়ুন>> স্কুলেই সন্তান প্রসব, সদ্যোজাতকে ঝোপে ফেলে দিলো ছাত্রী!

২০১৮ সালে সুপ্রিম কোর্ট সমকামী মেলামেশাকে অপরাধমুক্ত করে দিলে বিয়ে এখনো ভারতে আইনি বৈধতা পায়নি। তাই সরকারি খাতায় তাদের বিয়ে নথিভুক্ত না হলেও পারিবারিক স্বীকৃতি আদায় করে নিয়েছেন এ দুই কন্যা।

সুবিক্ষা ও তার স্ত্রী টিনা দুজনেই কানাডার ক্যালগরি শহরের বাসিন্দা। ক্যালগরির ফুটহিলস মেডিকেল সেন্টারের পেশেন্ট কেয়ারে কর্মরত তিনি। বেড়ে ওঠা মৌলভীবাজারে। ২০০৩ সালে মা-বাবার সাথে আমি মন্ট্রিলে আসেন টিনা।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর