শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফিস-আদালতে পর্দা ব্যবহার বন্ধ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০২  

অফিস-আদালতে-পর্দা-ব্যবহার-বন্ধ

অফিস-আদালতে-পর্দা-ব্যবহার-বন্ধ

বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি অফিস-আদালতে পর্দা ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মকর্তা-কর্মচারীদের খোলামেলা পরিবেশে পর্যাপ্ত আলো-বাতাসের মধ্যে কাজ করতে বলা হয়েছে।

সোমবার বিকেলে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিদ্যুৎ সাশ্রয় ও ট্রাফিক জ্যাম রোধে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে স্কুল সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে সেচ সুবিধার জন্য।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর