শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

২ বছর পর অবশেষে স্কুল খুলেছে ফিলিপাইনে

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ২৩ ১১ ০১  

২-বছর-পর-অবশেষে-স্কুল-খুলেছে-ফিলিপাইনে

২-বছর-পর-অবশেষে-স্কুল-খুলেছে-ফিলিপাইনে

কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে স্কুলে যেতে শুরু করেছে ফিলিপাইনের শিশুরা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে একসময় পুরো বিশ্বেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। টিকা উদ্ভাবনের পর ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করে। তবে হাতে গোণা যে দুই/একটি দেশে শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হয়নি ফিলিপাইন ছিল তার একটি।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (২২ আগস্ট) সমগ্র ফিলিপাইনের স্কুলগুলোতে ইউনিফর্ম ও মাস্ক পরে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষার পর শ্রেণিকক্ষে প্রবেশ করে।

আরো পড়ুন>> বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ছেন ফাউচি

দীর্ঘ বিরতির পর স্কুলে ফিরে ম্যানিলার গুয়েভারা প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সোফি ম্যাকাহিলিগ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তার ভাষায়–আমরা অনেক আনন্দ করতাম, এখন আবার আনন্দ করতে পারব।

ফিলিপাইন অন্যতম দেশ যারা দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতিতে বিদ্যালয় খুলল। দক্ষিণপূর্ব এশিয়ায় ফিলিপাইন করোনার সবচেয়ে বেশি আঘাতের শিকার হয়েছিল। ২০২০ সালের মার্চে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর