শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

২ দিনে দুজনকে বিয়ে, পরিচয়পত্র চাইতেই ফেঁসে গেলেন কনে

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০০ ১২ ০১  

২-দিনে-দুজনকে-বিয়ে-পরিচয়পত্র-চাইতেই-ফেঁসে-গেলেন-কনে

২-দিনে-দুজনকে-বিয়ে-পরিচয়পত্র-চাইতেই-ফেঁসে-গেলেন-কনে

সম্পর্কিত খবর গোয়ায় মধুচন্দ্রিমায় যাচ্ছেন নিজেকে বিয়ে করা সেই তরুণী প্রেমিকের বিচ্ছেদ ভুলতে নিজেকে বিয়ে করলেন এই তরুণী মাত্র দুদিনেই দুজনকে বিয়ে! তাও আবার একজনই। বিষয়টি আশ্চর্যজনক হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবে। বিয়ের নামে বরপক্ষকে ফাঁদে ফেলে টাকাপয়সা হাতিয়ে নিতো একটি চক্র। অবশেষে এ চক্রের সাত সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ।

গত সপ্তাহে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আটকরা হলেন- ওম প্রকাশ, বীণা শর্মা, নেহা, জসবিন্দর সিং, দীপ, তারা অরোরা ও মিত অরোরা।

জানা গেছে, ছেলে রবি কুমারের জন্য পাত্রী খুঁজছিলেন হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা দর্শনা দেবী। পরে ওম প্রকাশ জসবিন্দরের মাধ্যমে কনের সন্ধান পান তিনি। পাত্রীর নাম দীপ। তার বাড়ি পাঞ্জাবের ফিরোজপুরে।

কনের সন্ধান দেওয়ায় ওম ও জসবিন্দরকে শুরুতেই ৩১ হাজার রুপি দিয়েছিলেন দর্শনা দেবী। এরপর ৩০ আগস্ট ফিরোজপুরে আনুষ্ঠানিক বিয়ে ছিল। আইনি কাজ সারতে কনে ও তার বাড়ির লোকের পরিচয়পত্র চান বরপক্ষের লোকজন। একপর্যায়ে মিত অরোরা ও তারা অরোরার পরিচয়পত্র দেওয়া হয়। কিন্তু পরিচয়পত্র দেখে আগের দিন একই নাম ব্যবহার করে একজনকে বিয়ে দিয়েছেন বলে দাবি করেন পুরোহিত।

এ কথা শুনে বরপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেন লোকজন। দর্শনা ও তার ছেলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে বুঝতে পারে পুলিশ। পুরোহিত না চিনতে পারলে প্রতারক চক্রটি টাকা-গয়না নিয়ে পালিয়ে যেতো।

অভিযুক্তরা এ ধরনের কতগুলো প্রতারণার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের তিনদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর