বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

১১২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

১১২-কোটি-টাকার-চোরাচালান-ও-মাদকদ্রব্য-উদ্ধার

১১২-কোটি-টাকার-চোরাচালান-ও-মাদকদ্রব্য-উদ্ধার

চলতি বছ‌রের আগস্টে দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ১১২ কোটি ৩৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র , গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বি‌জি‌বি থে‌কে পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে- ৯ লাখ ৩৫ হাজার ১৪৪ ইয়াবা, ৩ কেজি ১৭১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮ কেজি ১০৯ গ্রাম হেরোইন, ২৬ হাজার ৫৯৬ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ২৩৬ বোতল বিদেশি মদ, ২ হাজার ৭৫৫ ক্যান বিয়ার, ৩৩৭ লিটার বাংলা মদ, ২ হাজার ৮১৯ কেজি গাঁজা, ২ লাখ ১০ হাজার ৭১০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২১ হাজার ২৪১টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ হাজার ৫৯৮টি ইস্কাফ সিরাপ, ৮০০ কেজি তামাক পাতা, ১ হাজার ১০২ বোতল এমকেডিল/কফিডিল, ২৭ লাখ ৬৪ হাজার ২ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১৯ হাজার ২৬৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৭৮ হাজার ৪০০টি অন্যান্য ট্যাবলেট।

অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ কেজি ৮৭১ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ৬৫৬ গ্রাম রূপা, ৯৪ হাজার ৯৮০টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৪৪০টি ইমিটেশন গহনা, ১৭ হাজার ২৯১টি শাড়ি, ১ হাজার ১৪৯টি থ্রি-পিস/শার্ট-পিস/চাদর/কম্বল, ২ হাজার ৭৩৬টি তৈরি পোশাক, ৩ হাজার ৭৮ ঘনফুট কাঠ, ১ হাজার ২০৫ ঘনফুট পাথর, ৩ হাজার ২২৩ কেজি চা পাতা, ৩৯ হাজার ৫৮০ কেজি কয়লা, ৮৩৯ কেজি কারেন্ট জাল, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৭টি ট্রাক/কাভার্ডভ্যান, ৩টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৫টি পিকআপ, ৩০টি সিএনজি/ইজিবাইক এবং ৭১টি মোটরসাইকেল।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পিস্তল, ১টি রিভলবার, ৬টি গান, ১টি ম্যাগজিন, ১টি সীসাবল এবং ২৮ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬৪ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর