সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হারানোর ৯ বছর পর মিললো পোষা বিড়ালের খোঁজ

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

হারানোর-৯-বছর-পর-মিললো-পোষা-বিড়ালের-খোঁজ

হারানোর-৯-বছর-পর-মিললো-পোষা-বিড়ালের-খোঁজ

দীর্ঘ নয় বছর আগে হারিয়ে গিয়েছিল পোষা বিড়াল হ্যারিয়েট। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি প্রাণীটির। সম্প্রতি হঠাৎ একটি ফোনকল আসে বাড়িতে। বলা হয়, হ্যারিয়েটকে খুঁজে পাওয়া গেছে। এত বছর পর এসে হ্যারিয়েটের সন্ধান পেয়ে খুশি বিড়ালটির মালিক সুসান মোর ও ব্রায়ান এলিসন দম্পতি।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে বলা হয়, হ্যারিয়েটের মালিক সুসান-ব্রায়ান দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্লভিস এলাকায় বসবাস করেন। ৯ বছর আগে তাদের বাড়িতে ছিল পোষা বিড়াল হ্যারিয়েট। একদিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় বিড়ালটি। আশপাশের এলাকায় খোঁজা হয় বিড়ালটিকে। কিন্তু সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে সুসান-ব্রায়ান দম্পতি হ্যারিয়েটকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেন। তারা ভেবেছিলেন, নেকড়ে কিংবা এ জাতীয় কোনো প্রাণী হয়তো তাদের পোষা বিড়ালটিকে খেয়ে ফেলেছে। তাই তারা আর কোনো দিনও হ্যারিয়েটের খোঁজ পাবেন না।

আরো পড়ুন>> মায়ের ফ্ল্যাট পরিষ্কার করতে গিয়ে মিললো লটারি টিকেট, লাখ টাকা পেল মেয়ে

তবে গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আইদাহ অঙ্গরাজ্যের হাইডেন শহর থেকে সুসানের কাছে একটি ফোনকল আসে। সেখানকার স্বেচ্ছাসেবী সংগঠন কোতেনাই হিউম্যান সোসাইটির পক্ষ থেকে ফোন করে তাকে জানানো হয়, তারা স্থানীয় একটি সড়ক থেকে একটি বিড়াল উদ্ধার করেছেন। সেটিই সুসানের হারিয়ে যাওয়া বিড়াল হ্যারিয়েট। তাই তারা চান, দ্রুত সুসান গিয়ে বিড়ালটিকে নিয়ে যান।

বিড়ালটি এখন ওই সংগঠনের হেফাজতে আছে। খুঁজে পাওয়ার পর সেখানকার স্বেচ্ছাসেবীরা বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপের সন্ধান পান। সেখান থেকেই জানতে পারেন, বিড়ালটির নাম হ্যারিয়েট। চিপে থাকা তথ্যের ভিত্তিতে তারা সুসানের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিড়ালটি ক্যালিফোর্নিয়া থেকে হাজার মাইল দূরে আইদাহে কীভাবে গেল, সেটা এখনো জানা যায়নি।

সূত্র: ইউএসএ টুডে

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর