মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হকি খেললে গোলরক্ষক হতেন সোহান

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

হকি-খেললে-গোলরক্ষক-হতেন-সোহান

হকি-খেললে-গোলরক্ষক-হতেন-সোহান

ক্রিকেটের পর দেশের ক্রীড়াঙ্গনে এবার শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ছয় দল এবং খেলা শুরুর সময়সূচি। আজকে উন্মোচন করা হয় ছয় দলের লোগো।

অনুষ্ঠানে আসেন দেশের দুই জনপ্রিয় খেলা ক্রিকেট ও আরচারির দুই তারকা খেলোয়াড় নুরুল হাসান সোহান ও রোমান সানা। অনুষ্ঠান শুরুর আগেই হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টিশার্ট পরে চলে আসেন তারা। সেখানেই সোহান বলেন হকি খেললে তিনি গোলরক্ষক হতেন।

শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশগ্রহনকারি ফ্র্যাঞ্চাইজি হকি দলগুলোর লোগো উন্মোচন হয়।

ছোটবেলা থেকে ক্রিকেটকে ভালোবেসে ফেলা সোহান কখনও হকি খেলেননি। তবে হকি খেললে গোলরক্ষক হতেন বলে জানান তিনি, ‘আমি কখনও হকি খেলিনি। যদি খেলতাম অবশ্যই গোলরক্ষক হতাম। কারণ ক্রিকেটেও আমি উইকেটরক্ষক। হকি স্টিক হাতে নিলে অন্যরকম এক রোমাঞ্চ কাজ করে।’

এসময় হকির সম্ভাবনা নিয়েও কথা বলেন সোহান। তার মতে, খুব শিগগির হকি বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ। 

এ বিষয়ে সোহান বলেন, ‘হকি যেহেতু আমরা বিশ্বের ২৭ নম্বরে আছি। আরেকটু চেষ্টা করলে বিশ্বকাপও খেলা সম্ভব। ক্রিকেটের পর হকিতেও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হলো। এর সুফল পাওয়া যাবে আশা করি।’

Provaati
    দৈনিক প্রভাতী