হকি খেললে গোলরক্ষক হতেন সোহান
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
হকি-খেললে-গোলরক্ষক-হতেন-সোহান
অনুষ্ঠানে আসেন দেশের দুই জনপ্রিয় খেলা ক্রিকেট ও আরচারির দুই তারকা খেলোয়াড় নুরুল হাসান সোহান ও রোমান সানা। অনুষ্ঠান শুরুর আগেই হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টিশার্ট পরে চলে আসেন তারা। সেখানেই সোহান বলেন হকি খেললে তিনি গোলরক্ষক হতেন।
শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশগ্রহনকারি ফ্র্যাঞ্চাইজি হকি দলগুলোর লোগো উন্মোচন হয়।
ছোটবেলা থেকে ক্রিকেটকে ভালোবেসে ফেলা সোহান কখনও হকি খেলেননি। তবে হকি খেললে গোলরক্ষক হতেন বলে জানান তিনি, ‘আমি কখনও হকি খেলিনি। যদি খেলতাম অবশ্যই গোলরক্ষক হতাম। কারণ ক্রিকেটেও আমি উইকেটরক্ষক। হকি স্টিক হাতে নিলে অন্যরকম এক রোমাঞ্চ কাজ করে।’
এসময় হকির সম্ভাবনা নিয়েও কথা বলেন সোহান। তার মতে, খুব শিগগির হকি বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ।
এ বিষয়ে সোহান বলেন, ‘হকি যেহেতু আমরা বিশ্বের ২৭ নম্বরে আছি। আরেকটু চেষ্টা করলে বিশ্বকাপও খেলা সম্ভব। ক্রিকেটের পর হকিতেও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হলো। এর সুফল পাওয়া যাবে আশা করি।’