শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০২  

সেব্রিনা-ফ্লোরার-শারীরিক-অবস্থা-কিছুটা-উন্নতি

সেব্রিনা-ফ্লোরার-শারীরিক-অবস্থা-কিছুটা-উন্নতি

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি এখনো ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন। 

শনিবার চিকিৎসকরা এ নির্ভরতা কমানোর চেষ্টা করতে যাচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। 

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিকভাবে নিশ্বাস নিতেই চিকিৎসকরা তা করতে চান। তবে তার কিডনির যথেষ্ট উন্নতি না হওয়ায় ডায়ালাইসিস চলছে। জ্বর কমে এসেছে, তাছাড়া তার রক্ত পরীক্ষায় কোনো ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণ না থাকায় এন্টিবায়োটিক বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। যেহেতু ইনফেকশন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি, তাই তার পেনক্রিয়াস এখনো কার্যকরি হয়নি। এ কারণে তিনি এখনো ঝুঁকিমুক্ত নন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং গতকাল থেকে কিছুটা ভালো। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর