বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুস্থতার পথে ডা. সেব্রিনা ফ্লোরা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১৩ ০১ ০১  

সুস্থতার-পথে-ডা-সেব্রিনা-ফ্লোরা

সুস্থতার-পথে-ডা-সেব্রিনা-ফ্লোরা

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন।

সোমবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তার পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ডা. ফ্লোরা এখনও লাইফ সাপোর্টে থাকলেও অনেকটাই সুস্থতার পথে। তিনি রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। গতকাল থেকে তিনি জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো।

তিনি আরো বলেন, ডা. ফ্লোরাকে চিকিৎসকরা আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এমনকি পরিকল্পনা অনুযায়ী আজ তার সিটি স্ক্যান করানোর কথা রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও ডা. ফ্লোরার মৃত্যুর খবর ছড়িয়ে যায়। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টিকে গুজব ও অপপ্রচার বলে জানানো হয়।

অধিদফতর জানায়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের ফ্লোরার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তার অসুস্থতার বিষয়ে গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর