মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্প্রীতি নষ্ট করতে একটি মহল তৎপর, সজাগ থাকুন: আইজিপি

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

সম্প্রীতি-নষ্ট-করতে-একটি-মহল-তৎপর-সজাগ-থাকুন-আইজিপি

সম্প্রীতি-নষ্ট-করতে-একটি-মহল-তৎপর-সজাগ-থাকুন-আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, একটি মহল সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সব সময়ই তৎপর। তাই দুর্গাপূজার পুরো সময় সজাগ থাকতে হবে। পূজামণ্ডপ কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না।

রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সর্তক থাকলেও পূজা কমিটির সহযোগিতা ছাড়া শতভাগ নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। নিজেদের জনবল না থাকলে আনসার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর