মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চান শেখ হাসিনা: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০১  

সম্প্রীতির-বাংলাদেশ-গড়ে-তুলতে-চান-শেখ-হাসিনা-নৌপ্রতিমন্ত্রী

সম্প্রীতির-বাংলাদেশ-গড়ে-তুলতে-চান-শেখ-হাসিনা-নৌপ্রতিমন্ত্রী

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারাদেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। পূজার আনন্দ শহর-গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। এটাই ঐক্য, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি। এই বাংলাদেশই গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে আমাদের ঐক্য-সম্প্রীতি থাকতো না।

রোববার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত দুস্থদের মধ‍্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে মুক্ত করেছিলেন। গোটা জাতিকে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছিলেন। সেই ঐক্যে দেশের সব ধর্ম-বর্ণের মানুষ যুক্ত ছিল। কিন্তু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করেছিল সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা দেশকে ধর্ম ও অর্থ দিয়ে বিভক্ত করেছিল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে হারানো সম্প্রীতি পুনরুদ্ধার করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ফিরিয়ে এনেছেন। সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনা কোনো বিভাজন চান না। ঐক্যবদ্ধ জাতিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজ সারাদেশে উৎসাহ-উদ্দীপনায় দুর্গাপূজা হচ্ছে। পূজার এই আনন্দ, এই উচ্ছ্বাস- এটা সম্ভব হয়েছে সম্প্রীতির কারণে। আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে স্বাধীনতা এনেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেভাবেই দেশকে উন্নয়নের চূড়ায় নিয়ে যাবো।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর