বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

সমঅধিকার-প্রতিষ্ঠায়-কাজ-করছে-সরকার-পরিকল্পনামন্ত্রী

সমঅধিকার-প্রতিষ্ঠায়-কাজ-করছে-সরকার-পরিকল্পনামন্ত্রী

সমাজে সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সামাজিক স্থিতিশীলতার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। 

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মানবাধিকার এবং সুশাসন নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ মানুষের জন্য কাজ করছে। সংস্থাটি দারুণ ভূমিকা পালন করছে। আমরা সরকারে আছি আমাদের এক ধরনের কাজ করতে হয়, মানুষের জন্য ফাউন্ডেশনের এক ধরনের কাজ করতে হয়। তবে আমরা যেখানেই থাকি না কেন কাজের বহুমাত্রিকতা থাকা প্রয়োজন আছে।

তিনি বলেন, সমাজে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্বল মানুষকে সমান কাতারে নিয়ে আসতে হবে। কাউকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সামাজিক স্থিতিশীলতার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। 

সংগঠনের মাধ্যমে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সারাদেশের প্রায় ৩০ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। তাদের দাবি, সংস্থাটির মাধ্যমে প্রায় ২২ লাখ মানুষ বিভিন্ন ধরনের সরকারি সেবা ও সুবিধা পেয়েছেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর