বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু শিক্ষার্থীদের দিয়ে টয়লেট সাফ করালেন শিক্ষক!

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

শিশু-শিক্ষার্থীদের-দিয়ে-টয়লেট-সাফ-করালেন-শিক্ষক

শিশু-শিক্ষার্থীদের-দিয়ে-টয়লেট-সাফ-করালেন-শিক্ষক

অভিভাবকরা স্কুলে পাঠিয়েছেন পড়াশোনার জন্য। কিন্তু কোমলমতি এসব শিক্ষার্থীদের পড়ানোর বদলে তাদের দিয়ে শৌচালয় পরিষ্কার করিয়েছেন প্রধান শিক্ষক। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলার পিপরা কালা সরকারি স্কুলে ঘটেছে এ ঘটনা।

ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে অভিভাবক থেকে প্রশাসন সকলে। ভিডিওতে দেখা যায়, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানো হচ্ছে। পানি, ঝাড়ু নিয়ে শৌচালয় সাফ করছে তারা। দাঁড়িয়ে তদারকি করছেন প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সিংহ।

এ ঘটনায় জড়িত অভিযুক্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সিংহকে সাসপেন্ড করা হয়েছে।

সম্প্রতি সরকারি স্কুলের অবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ জানিয়েছেন, দেশে ৮০ শতাংশ সরকারি স্কুলের অবস্থা শোচনীয়।

আরো পড়ুন>> তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ল তিনতলা বাড়ি!

‘পিএম-শ্রী যোজনা’-র অধীনে প্রধানমন্ত্রী ১৪ হাজার ৫০০টি স্কুলের আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তা করতে ১০০ বছর লেগে যাবে। দেশের ১০ লক্ষ সরকারি স্কুলের উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন কেজরিবাল।

ভিডিওটি দেখুন...

Primary School Students Made To Clean Toilet by Principle in Ballia, Uttar Pradesh.

The incident was reported from Pipra Kala Primary School of Sohav Block in Ballia. pic.twitter.com/oYaqqBhFJA

— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) September 8, 2022

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর