বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুর ভালো নাম আত্মবিশ্বাস বাড়ায়

প্রকাশিত: ১৫ জুলাই ২০২২ ১৩ ০১ ০১  

শিশুর-ভালো-নাম-আত্মবিশ্বাস-বাড়ায়

শিশুর-ভালো-নাম-আত্মবিশ্বাস-বাড়ায়

অনেক সময় নামের কারণে যেমন প্রশংসা মেলে তেমনি অনেক ক্ষেত্রে বুলিংয়েরও শিকার হতে হয়। একজন মানুষের প্রথম ইম্প্রেশন তৈরিতে প্রভাব ফেলে শারীরিক বৈশিষ্ট্য, চেহারা, পোশাক-পরিচ্ছদ, কথার ধরন, আচার-আচরণ। আর প্রথম কথপোকথনে প্রভাব ফেলে নাম। একটি সুন্দর নাম মুহূর্তের মধ্যেই সবার মাঝে আপনার শিশুকে অনন্য করে তুলতে পারে-আজ এবং আগামীতেও। একটি নাম ব্যক্তিত্ব আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারে।

মনোবিদরা বলেন, যেহেতু একটি নাম একজন ব্যক্তিকে শনাক্ত করতে এবং প্রতিদিনের ভিত্তিতে ব্যক্তির সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তাই এটি একজনের আত্ম-ধারণার ভিত্তি হিসেবে কাজ করে।

যারা নিজেদের নাম পছন্দ করেন না তাদের মানসিক সামঞ্জস্য অত্যন্ত নগণ্য হয়। হয়তো তাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার অভাব নিজেদের নাম অপছন্দ করায় প্রভাব ফেলে অথবা তাদের নিজেদের নাম অপছন্দ করার কারণে তাদের আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে।

মনে রাখুন, একটি নামে ভালো অর্থ থাকা জরুরি। মাতৃভাষা কিংবা অন্য যেকোনো ভাষায় নাম হতে পারে, অর্থটা ভালো হওয়া খুব প্রয়োজন। মনে রাখবেন, নাম মানে একটি অর্থ-যা আপনার সন্তানের প্রতিনিধিত্ব করবে সারাজীবন।



দৈনিক প্রভাতী/আরএস

Provaati
    দৈনিক প্রভাতী