শিশুর ভালো নাম আত্মবিশ্বাস বাড়ায়
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার
শিশুর-ভালো-নাম-আত্মবিশ্বাস-বাড়ায়
মনোবিদরা বলেন, যেহেতু একটি নাম একজন ব্যক্তিকে শনাক্ত করতে এবং প্রতিদিনের ভিত্তিতে ব্যক্তির সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তাই এটি একজনের আত্ম-ধারণার ভিত্তি হিসেবে কাজ করে।
যারা নিজেদের নাম পছন্দ করেন না তাদের মানসিক সামঞ্জস্য অত্যন্ত নগণ্য হয়। হয়তো তাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার অভাব নিজেদের নাম অপছন্দ করায় প্রভাব ফেলে অথবা তাদের নিজেদের নাম অপছন্দ করার কারণে তাদের আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে।
মনে রাখুন, একটি নামে ভালো অর্থ থাকা জরুরি। মাতৃভাষা কিংবা অন্য যেকোনো ভাষায় নাম হতে পারে, অর্থটা ভালো হওয়া খুব প্রয়োজন। মনে রাখবেন, নাম মানে একটি অর্থ-যা আপনার সন্তানের প্রতিনিধিত্ব করবে সারাজীবন।
দৈনিক প্রভাতী/আরএস