সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শরণার্থী আশ্রয়প্রার্থীদের নিষিদ্ধ করছে ব্রিটেন!

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০১  

শরণার্থী-আশ্রয়প্রার্থীদের-নিষিদ্ধ-করছে-ব্রিটেন

শরণার্থী-আশ্রয়প্রার্থীদের-নিষিদ্ধ-করছে-ব্রিটেন

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আশ্রয় চাওয়া শরণার্থীদের নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। এ সময় তিনি আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর জন্য সরকারের উদ্যোগটি তার স্বপ্ন ছিল বলে উল্লেখ করেন।- খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে  আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনার পরও বিপজ্জনক পথে ব্রিটেনে আসছেন শরণার্থীরা। তাদের সংখ্যা বাড়ায় ব্রিটেনের সরকার চাপের মধ্যে রয়েছে। 

চলতি বছর ৩০ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় পাড়ি দিয়ে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করেছেন। এ সংখ্যা গতবছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। 

ব্রিটেনের কর্মকর্তারা সতর্ক করে বলছেন, ২০২২ সালের শেষের দিকে ব্রিটেনে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা ৬০ হাজার ছাড়াতে পারে। 

কনজার্ভেটিভ পার্টির কার্যনির্বাহীর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ব্রাভারম্যান। অবৈধভাবে ব্রিটেনে আসার শরর্ণার্থীদের সরকারের করণীয় সম্পর্কে একটি আইনগতি শক্তি নেয়ার চেষ্টা করেন। 

ব্রাভারম্যান বলেন, ইংলিশ চ্যানেলে নৌকার মাধ্যমে অবৈধ শরণার্থীদের রুখতে হবে।  এটি অনেক দেরি হয়েছে। আমি আজকে অঙ্গীকার করছি যে, অবৈধ শরণার্থী প্রতিরোধে একটি পরিষ্কার আইন প্রণয়ন করব।  আমরা ব্রিটেনে আসার জন্য নিরাপদ ও বৈধ পথ তৈরি করব।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর