সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়া-ক্রিমিয়ার রেলসেতুতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

রাশিয়া-ক্রিমিয়ার-রেলসেতুতে-ভয়াবহ-আগুন

রাশিয়া-ক্রিমিয়ার-রেলসেতুতে-ভয়াবহ-আগুন

রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপের মধ্যকার রেলসেতুতে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার সকালে দিকে এ আগুন লাগে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, কোনো কারণ ছাড়াই একটি জ্বালানি তেলে আগুন ধরে যায়। 

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রিমিয়াগামী রেলসেতুর কার্চ স্ট্রেইট রেল সেতুতে আগুন লগেছে। এর পাশেই সড়কের সেতুও ক্ষতির শিকার হয়েছে। 

২০১৪ সালে ক্রিমিয়াকে দখল করে রাশিয়া। এখন ইউক্রেনে হামলা চালানোর জন্য সরঞ্জাম সরবরাহের পথ হিসেবে উপদ্বীপটি ব্যবহৃত হচ্ছে। 

ক্রিমিয়ার প্রধানের এক উপদেষ্টার বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আগুন নেভাতে কাজ শুরু হয়েছে।  এ সড়কে সবধরনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। 

ইউক্রেনের সেনাদের কাছে রাশিয়া-ক্রিমিয়ার সেতুটি ধ্বংস করার অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে মনে করা হতো। ২০১৮ সালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সেতুটি উদ্বোধন করেছিলেন। 

একজন বিস্ফোরক বিশেষজ্ঞ বিবিসিকে বলেন, ইউক্রেনের দখল করা অঞ্চল থেকে সেতুটি ১০০ মাইল দূরে রয়েছে। তিনি আরো বলেন, আগুন দেখে বোঝা যাচ্ছে সেটি মিসাইলের আঘাত নয়। 

এ বিস্ফোরক বিশেষজ্ঞ আরো বলেন, স্পষ্ট আঘাত হানার অভাব বা সড়কের বিভাজিত ক্ষতিতে বোঝা যায় এটি আকাশে ব্যবহার করা কোনো অস্ত্র আঘাত করেনি। তবে পূর্বপরিকল্পনা অনুযায়ী সেটি মাটি থেকে হামলা চালানো হতে পারে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর