মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা দিতে আকুতি ইউক্রেনের

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

রাশিয়ার-ওপর-আরো-নিষেধাজ্ঞা-দিতে-আকুতি-ইউক্রেনের

রাশিয়ার-ওপর-আরো-নিষেধাজ্ঞা-দিতে-আকুতি-ইউক্রেনের

ইউক্রেনের দখলকৃত এলাকায় গণভোটের আয়োজনের শাস্তি হিসেবে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ইউরোপের প্রতি আকুতি জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট হওয়ার পর এ আকুতি জানাল কিয়েভ সরকার।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিক কলোনার সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেমিত্র কুলেবা বলেন, কথিত গণভোটের ব্যাপারে প্রতিক্রিয়া নরজ হলে রাশিয়া আরো অঞ্চল দখল করতে উৎসাহ পাবে এবং নিজেদের সঙ্গে সংযুক্ত করবে। 

তিনি আরো বলেন, আটটি নিষেধাজ্ঞার প্যাকের পর গণভোটের সমস্যার কারণে ইউরোপীয় ইউনিয়ন কি পদক্ষেপ নেয় তা আমরা দেখব। 

কলোনা বলেন, ইউক্রেনের জন্য ফ্রান্সের সমর্থন বিশাল আকারের। মানবিক, অর্থনৈতিক ও সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে সহায়তা করা হচ্ছে। এ পর্যন্ত ২ মিলিয়ন সহযোগিতা করা হয়েছে।

তিনি আরো বলেন, সবাই দেখতে পাচ্ছে যে, দিনদিন রাশিয়া একটি অচলাবস্থার মধ্যে ডুবে যাচ্ছে। এটি সামরিক ক্ষেত্রে নতুন তার জনগণের ক্ষেত্রে।

সূত্র- আলজাজিরা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর