বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রানি দ্বিতীয় এলিজাবেথের শবযাত্রা শুরু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

রানি-দ্বিতীয়-এলিজাবেথের-শবযাত্রা-শুরু

রানি-দ্বিতীয়-এলিজাবেথের-শবযাত্রা-শুরু

ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শবযাত্রা শুরু হয়েছে। ইডিনবার্গ থেকে সেন্ট জাইলস ক্যাথেড্রালে তার মরদেহের কফিনটি যাবে। এ শবযাত্রার পেছনে রয়েছে রানির বড় ছেলে রাজা চার্লসসহ চার সন্তান।

রানি দ্বিতীয় এলিজাবেথের চার সন্তানরা হচ্ছেন- রাজা চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স এন্ড্রো ও এডওয়ার্ড। শবযাত্রার সময় অ্যানির স্বামী ভাইস এডমিরাল স্যার টিম লওরেন্স রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাদের পেছনে কুইন কনর্সট ক্যামিলা ও পিন্স এডওয়ার্ডের স্ত্রী সোপিয়াকে বহন করছে একটি গাড়ি। তারা কফিন নিয়ে ক্যাথেড্রালে প্রবেশ করে এক ঘণ্টা অতিবাহিত করবেন। পরবর্তীতে শোকার্তরা রানির কফিন দেখতে পারবেন। 

এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েক ডজন দেশের সরকারপ্রধান, রাজা, রানি, শীর্ষনেতা এতে অংশ নিতে যুক্তরাজ্যে যাবেন।তাদের নিরাপত্তা নিশ্চিত করে সুন্দরভাবে শেষকৃত্য সম্পন্ন করা ব্রিটিশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জই হতে চলেছে। এরইমধ্যে বিদেশি অতিথিদের জন্য বিশেষ নির্দেশাবলী প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কোনো ব্যক্তিগত প্লেন অবতরণের অনুমতি পাবে না। ঐ বিমানবন্দর ব্যবহার করতে হলে অতিথিদের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে হবে। তবে লন্ডনের অন্যান্য বিমানবন্দরে নামলে ব্যক্তিগত প্লেন ব্যবহার করতে পারবেন অতিথিরা।

বিমানবন্দরে নামার পরে প্রাইভেটকারে নয়, বরং সব বিশ্বনেতা ও তাদের সফরসঙ্গীদের নিয়ে বাসে চড়ে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হবে। থাকবে না হেলিকপ্টার ব্যবহারের সুযোগও। তবে অতিথিদের বাসে যাওয়ার জন্য থাকবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।

শেষকৃত্য অনুষ্ঠানস্থলে ‘স্থান স্বল্পতার’ কারণে অতিথিদের সংখ্যাও সীমিত রাখতে বলা হয়েছে। প্রধান অতিথির সঙ্গে স্বামী/স্ত্রী অথবা সঙ্গী ছাড়া আর কেউ অনুষ্ঠানে থাকতে পারবেন না।

নির্দেশনায় বলা হয়, ব্রিটিশ সরকার দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, অনুষ্ঠানস্থলে সীমিত জায়গার কারণে প্রধান অতিথির পরিবারের অন্য কোনো সদস্য, কর্মী বা অনুসারী প্রবেশ করতে পারবেন না।

যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, ছয় দশকের মধ্যে দেশটির প্রথম রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় ৫০০ জন বিদেশি ব্যক্তিত্ব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর