মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রের নজরদারিকৃত অঞ্চলে পাইপলাইনে নাশকতা হয়েছে: ক্রেমলিন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

যুক্তরাষ্ট্রের-নজরদারিকৃত-অঞ্চলে-পাইপলাইনে-নাশকতা-হয়েছে-ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের-নজরদারিকৃত-অঞ্চলে-পাইপলাইনে-নাশকতা-হয়েছে-ক্রেমলিন

রাশিয়া থেকে বাল্টিক সাগর হয়ে জার্মানিতে যাওয়া নর্ড স্টিম ১ গ্যাস পাইপলাইনের দুটি ছিদ্রকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নাশকতা বলে অভিযোগ করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, নর্ড স্টিম ১ গ্যাস পাইপলাইনের দুটি ছিদ্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মতোই। এটি সম্ভবত রাষ্ট্রীয় পর্যায় থেকে করা হয়েছে। 

তিনি আরো বলেন, রাষ্ট্রীয় সমর্থন ও পৃষ্ঠপোষকতা ছাড়াই এ রকম নাশকতা করার চিন্তা করাও অসম্ভব।

গাজপ্রোমের নর্ড স্টিম ১ এর গ্যাস পাইপলাইনের দুটি ছিদ্রকে ঘিরে তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়ন। এ পাইপলাইন বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানি গিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এটিকে সম্ভাব্য নাশকতা হিসেবে বলছে।

গ্যাস পাইপলাইনে ইচ্ছাকৃতভাবে এ হামলার পেছনের বিষয়টি এখনো ধোঁয়াশা। কারণ রাশিয়া এবং ইউরোপীয় অংশীদাররা বিলিয়ন ডলার ব্যয়ে নর্ড স্টিম ১ এবং ২ গ্যাস পাইপলাইন নির্মাণ করেছে।

তিনটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, পাইপলাইনের ছিদ্র এলাকার অদূরে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন পর্যবেক্ষণ করেছেন ইউরোপের নিরাপত্তা কর্মকর্তারা। 

সিএনএন-এর প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞেস করলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, গ্যাস পাইপলাইনের ছিদ্র হওয়া এলাকার বিশাল অঞ্চলজুড়ে ন্যাটোর উপস্থিতি রয়েছে। গ্যাস পাইপলাইনের ছিদ্রগুলো ডেনমার্ক ও সুইডেনের উপকূল এলাকায়। সেই এলাকাতো মার্কিন গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে।

আগামী সপ্তাহে প্রাগোতে অনুষ্ঠিতব্য সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা করবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের নেতারা জানান, শনাক্ত হওয়ার পর আজ চতুর্থ দিন বাল্টিক সাগরে পাইপলাইন থেকে গ্যাস ছড়িয়ে পড়ছে। 

ব্রাসেলের ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা বলেন, কৌশলগত অবকাঠামোতে আক্রমণ মানেই ইউরোপীয় ইউনিয়নের কৌশলতগত অবকাঠামোতে হামলা করা, যা আমাদের প্রতিরোধ করতে হবে। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর