সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়ের জুতার ফিতা বেঁধে দিয়ে প্রশংসায় ভাসছেন রাহুল

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

মায়ের-জুতার-ফিতা-বেঁধে-দিয়ে-প্রশংসায়-ভাসছেন-রাহুল

মায়ের-জুতার-ফিতা-বেঁধে-দিয়ে-প্রশংসায়-ভাসছেন-রাহুল

ভারত জোড়ো যাত্রায় প্রথমবারের মতো অংশ নিয়ে হাঁটার সময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পায়ের জুতার ফিতা খুলে যায়। তাৎক্ষণিক বিষয়টি নজরে আসতেই নিচু হয়ে ফিতে বেঁধে দেন রাহুল গান্ধী। তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে রাহুলের প্রশংসা করছেন নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার প্রথমবারের মতো ভারত জোড়ো যাত্রায় অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া। সোমবার মহিশুরে পৌঁছান তিনি। তবে আয়ুধ পূজা এবং দশেরা উৎসবের জন্য কংগ্রেসের কর্মসূচিতে দু’দিনের বিরতি ছিল। বৃহস্পতিবার মাণ্ড্যতে পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় হঠাৎ সোনিয়ার পায়ের জুতোর ফিতে আলগা হয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে থমকে যান সোনিয়া। এ ছবি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা রাহুলের প্রশংসা করছেন।

টমাস ভার্গিস মানিল নামের একজন লিখেছেন, মা তো মা-ই। সবাই তার মাকে সম্মান করেন।

আহমেদ সাজিদ লিখেছেন, ‌দৃষ্টান্তমূলক আচরণ। রাহুল মানুষ হিসেবে খুবই ভালো। তিনি নিশ্চিতভাবেই দারুণ নেতা হবেন।

ডা. রাজশ্রী সরকার লিখেছেন, সুন্দর ছবি। মা ও সন্তান’। উগেন ওয়াংচুক লিখেছেন, ‘প্রত্যেক ছেলের জন্য দারুণ এক উদাহরণ’।

কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার জানান, পদযাত্রায় অংশ নেয়ার পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে বল্লারিতে একটি জনসভায় অংশ নেবেন সোনিয়া ও রাহুল।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে রাহুল ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন। ১৮ সেপ্টেম্বর হরিপাড়ে একইভাবে যাত্রায় অংশ নেয়া এক ১১ বছরের শিশুকন্যার পায়ে জুতার ফিতা বেঁধে দেন ৫২ বছরের রাহুল।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর