রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্কিন কূটনীতিকদের বেক্সিমকোর গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শ

ডেস্ক রিপোর্ট ::

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ২০ ০৮ ৫৫  

মার্কিন কূটনীতিকদের বেক্সিমকোর গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শ

মার্কিন কূটনীতিকদের বেক্সিমকোর গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শ

বেক্সিমকোর ভার্টিক্যাল লিডস গ্রিন সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কূটনীতিকদের একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার পার্ক পরিদর্শনের সময় তারা উন্নত প্রযুক্তির ব্যবহার করে মূল্য সংযোজনের উদ্যোগ, উদ্ভাবন এবং শিক্ষা ও গবেষণায় নেওয়া পদক্ষেপের জন্য বেক্সিমকোর প্রশংসা করেন। 

ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে কূটনীতিকদের বেক্সিমকোর বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্য এবং কৌশল প্রতিষ্ঠার পাশাপাশি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উন্নয়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়। তারা প্রতিষ্ঠানটির টেক্সটাইল, পোশাক, ওয়াশিং এবং সিরামিক প্ল্যান্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদনে উচ্চ কর্মদক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগ প্রক্রিয়ার প্রসংশা করেন।  

মার্কিন কূটনীতিকরা বোন-চায়নায় তৈরি শাইনপুকুর সিরামিকের উন্নতমানের তৈজসপত্র দেখে মুগ্ধ হন। এসব সিরামিকের পণ্য প্রতিষ্ঠানটি রয়্যাল ডউলটন, রয়্যাল অ্যালবার্টের পাশাপাশি অন্যান্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর