শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০১  

ভূমিকম্পে-কেঁপে-উঠলো-ইন্দোনেশিয়ার-বালি-দ্বীপ

ভূমিকম্পে-কেঁপে-উঠলো-ইন্দোনেশিয়ার-বালি-দ্বীপ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে দেশটির ডেনপাসার এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ডেনপাসার থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১৪০ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের কারণে দ্বীপের কুতা এলাকার লোকদের বাড়িঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পটি যথেষ্ট তীব্র এবং প্রায় এক মিনিট স্থায়ী ছিল।

ভূমিকম্পের পর ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) টুইটে বালি দ্বীপের একটি ভবনে ফাটলের ছবি দেখা গেছে। ভূমিকম্পের পর একাধিক আফটারশক আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

ইএমএসসি জানায়, ডেনপাসার খুবই ভূমিকম্পপ্রবণ একটি এলাকা। এর ৩০০ কিলোমিটারের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ১৯১৭ সালের ২০ জানুয়ারি। ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ঐ ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ১ হাজার ৩০০ জন। এছাড়া ১৯৭৬ সালের ১৪ জুলাই একই মাত্রার ভূমিকম্পে ৫৬৩ জন এবং ২০১৮ সালের ৫ আগস্ট ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে আরো ৫৬০ জনের মৃত্যু হয়।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর