মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে ফাইভ-জি চালু

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০১  

ভারতে-ফাইভ-জি-চালু

ভারতে-ফাইভ-জি-চালু

ভারতের ১৩টি শহরে বহুল প্রতীক্ষিত ফাইভ-জি সেবা চালু হয়েছে। এ সেবার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।উদ্বোধনের পর ‘ট্রু ফাইভ-জি’র ডিভাইস এবং জিও গ্লাসের মাধ্যমে অভিজ্ঞতা নিতে রিলায়েন্সের জিও প্যাভিলিয়নে যান মোদি। 

এ সময় রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে ফাইভ-জি সম্পর্কে বর্ণনা করেন। সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল ভিশনের জিও ইনকমসের বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন আকাশ।

জিও তার এক বিবৃতিতে জানায়, জিও তার তরুণ প্রকৌশলীদের দলের মাধ্যমে ইন্ড টু ইন্ড ফাইভ-জি প্রযুক্তি বুঝতে সময় নেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়া ফাইভ-জি’র মাধ্যমে কীভাবে শহর ও গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে তাও জেনে নেন মোদি। 

প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী আশিন ভিউশান, প্রতিমন্ত্রী দেবাশিষ চৌহান ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

ফাইভ-জি উদ্বোধনের পর নরেন্দ মোদি বিভিন্ন টেলিকম অপারেটর ও প্রযুক্তিদাতাদের সেবার অভিজ্ঞতা নিতে প্যাভিলিয়ন ঘুরে দেখেন। তিনি এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, সি-ডট এবং অন্যান্য স্টল পরিদর্শন করেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর