শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৪ ১৪৩১ |   ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে দশ টাকার কয়েন নিয়ে বিভ্রান্তি

রাহাতুল আক্তার বড়ভূইয়া, পূর্ব ভারত

প্রকাশিত: ২২ জুন ২০১৯ ২২ ১০ ৩৬  

১০ টাকার কয়েন কেন্দ্র সরকার স্বীকৃতি প্রাপ্ত এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি মান্য কারেন্সি হলেও এই কয়েন নিয়ে দারুনভাবে বিপাকে পড়ছেন হাইলাকান্দির ব্যবসায়ী সহ অন্যান্য জনতা । বৃহস্পতিবার জানকি বাজারের ব্যবসায়ী পারুল আহমেদ মজুমদার, আলী আহমেদ লস্কর, ফকরুল ইসলাম চৌধুরী, আব্দুল নূর চৌধুরী (বকুল) প্রমুখ ব্যবসায়ীরা সাংবাদিকদের কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ক্রেতাদের নিকট থেকে তারা কয়েন গুলি নিয়ে জিনিসপত্র বিক্রি করলেও পরবর্তীতে তারা সেই টাকা দিয়ে সামগ্রী কিনতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ব্যবসা সম্পর্কিত অধিকাংশ আর্থিক লেনদেন করতে হয় শিলচরের সাথে কিন্তূ শিলচরের বিভিন্ন ব্যবসায়ী সহ সেখান থেকে সামগ্রী বিক্রি করতে আসা ফেরিওয়ালারা ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করায় তারা অনেক বিপাকে পড়েছেন দোকানের জন্য সামগ্রী ক্রয় করতে পারছেন না তারা । তাদের আরও অভিযোগ শিলচর শহরের অটো ড্রাইভার, পান দোকান ঔষধের দোকান থেকে শুরু করে কোন ব্যবসায়ী এই কয়েন গুলি নিতে চান না। রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা অনুমদিত এবং ভারত সরকারের স্বীকৃতি প্রাপ্ত টাকা ১০ টাকার কয়েন নিতে মানুষ অনীহা প্রকাশ করায় এটাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে অবমাননা করা হচ্ছে বলে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন শুধুমাত্র ১০ টাকার কয়েন নয় অনেক ক্ষেত্রে ৫ টাকা ২ টাকা ১ টাকার কয়েন একসাথে একশত টাকা দিতে চাইলে এই গুলিকেও অনেকে নিতে অবজ্ঞা করেন বলে তারা জানান। পারুল আহমেদ, আলি আহমেদ, আব্দুল নূর, ফকরুল ইসলাম প্রমুখ ব্যবসায়ীদের দাবি ভারত সরকার দ্বারা অনুমদিত কয়েন টাকার সমস্যা সমাধানের জন্য রিজার্ভ ব্যাঙ্ক এবং কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। ১০ টাকার কয়েন না নেওয়ার জন্য তাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে বলে ব্যবসায়ীরা ক্ষোভ ব্যক্ত করেন। হাইলাকান্দি জেলায় ১০ টাকার কয়েন যথাযথ ভাবে চললেও শিলচর শহরে ভারত সরকার অনুমোদিত টাকা গুলি কেন চলবেনা এই নিয়ে তারা প্রশ্ন তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন । উল্লেখ্য হাইলাকান্দি জেলায় ১০ টাকার কয়েন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে কুন অসুবিধা না হলেও কাছাড় জেলার বিভিন্ন জায়গা বিশেষ করে শিলচর শহরে এই কয়েন গুলি অচল হয়ে পড়েছে। শিলচরের ব্যবসায়ী, গাড়ির চালকরা কয়েন গুলি নিতে অস্বীকার করায় হাইলাকান্দি থেকে শিলচরে গিয়ে বিপাকে পড়ছেন হাইলাকান্দির বিভিন্ন মানুষ এমনই অভিযোগ আসছে। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর