শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে লিজ ট্রাস

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

ব্রিটেনের-প্রধানমন্ত্রী-পদের-দৌড়ে-এগিয়ে-লিজ-ট্রাস

ব্রিটেনের-প্রধানমন্ত্রী-পদের-দৌড়ে-এগিয়ে-লিজ-ট্রাস

দেশব্যাপী প্রচার, এক ডজন বক্তৃতা ও তিনটি টেলিভিশন বিতর্কের পর শুক্রবার কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিজ ট্রাস।

প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাকের বিরুদ্ধে তার এ টানা প্রচারের ফলাফল সোমবার ঘোষণা করার কথা রয়েছে। পরদিন প্রধানমন্ত্রী বরিস জনসন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

আগস্টের শুরুতে কনজারভেটিভ পার্টির আনুমানিক ২ লাখ সদস্যের পোস্টাল এবং অনলাইন ভোট শুরু হয়। যার এক মাস আগে জনসন তার পদত্যাগের কথা ঘোষণা করেন।

জানা গেছে, সদস্যদের ভোটে ট্রাস সুনাকের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। তাদের মধে বিজয়ী প্রধানমন্ত্রীর ১০ ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে ফিরে এলে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পরে বিভিন্ন জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যা ব্রিটেনকে সবচেয়ে খারাপ ব্যয়-সংকটের মধ্যে ফেলেছে। দেশটিতে মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর