বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ড দেখে হেসে দিলেন পুতিন (ভিডিও)

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

বৈঠকে-পাকিস্তানের-প্রধানমন্ত্রীর-কাণ্ড-দেখে-হেসে-দিলেন-পুতিন-ভিডিও

বৈঠকে-পাকিস্তানের-প্রধানমন্ত্রীর-কাণ্ড-দেখে-হেসে-দিলেন-পুতিন-ভিডিও

উজবেকিস্তানে চলমান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বিশ্রী কাণ্ড ঘটান, যা দেখে হেসে দেন পুতিন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি সোশ্যাল মিডিয়া পেজে শাহবাজের সেই কাণ্ডটির ভিডিও আপলোড করা হয়। 

ভিডিওতে দেখা যায়, আলোচনার বৈঠকে সামনের চেয়ারে বসে আছেন রুশ প্রেসিডেন্ট। শুরু হবে আলোচনা, সব প্রস্তুতি সম্পন্ন। তখন শাহবাজের ইয়ারফোন নিয়ে বাঁধে বিপত্তি! কিছুতেই তা আর কানে লাগাতে পারলেন না তিনি। বাধ্য হয়ে চাইতে হল সাহায্য। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক তখনই কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন।  

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী শাহবাজ শরিফের সমালোচনা করছেন। বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ ঘটনা লজ্জাজনক।

পাকিস্তানকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাজি হয়েছেন পুতিন। এজন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। অর্থাৎ ভবিষ্যতে রাশিয়া থেকে কাজাখস্তান ও উজবেকিস্তান হয়ে পাইপলাইনের মাধ্যমে পাকিস্তানে আসতে পারে গ্যাস। সেক্ষেত্রে আফগান সমস্যা সমাধান করতে হবে বলেও জানিয়েছেন পুতিন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর