বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বল হাতে এশিয়া কাপে ভুবনেশ্বরই সেরা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

বল-হাতে-এশিয়া-কাপে-ভুবনেশ্বরই-সেরা

বল-হাতে-এশিয়া-কাপে-ভুবনেশ্বরই-সেরা

সদ্য সমাপ্ত টি-২০ ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ভারতের পেসার ভুবেনশ্বর কুমার। ৫ ম্যাচের ৫ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি।

ইনিংসে একবার করে চার ও পাঁচ উইকেট নেন ভুবি। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভুবেনশ্বরের ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট নেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। 

দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সুপার ফোরের শেষ ম্যাচের পাকিস্তানের বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেন তিনি। টুর্নামেন্টে এটিই তার সেরা বোলিং।

এছাড়া ফাইনালে শ্রীলংকার জয়ে অবদান রাখতে ২৭ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা। তৃতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান ও হারিস রউফ। 

এবারের আসরের বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলো পেসার এবাদত হোসেন। ১ ম্যাচে ৩ উইকেট নেন তিনি। 

এশিয়া কাপের শীর্ষ  পাঁচ বোলার:

বোলার    ম্যাচ    ওভার    রান    উইকেট    সেরা বোলিং
ভুবেনশ্বর কুমার (ভারত)    ৫    ১৯.০    ১১৫    ১১    ৫/৪
হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা)    ৬    ২৩.০    ১৭০    ৯    ৩/২১
মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)    ৬    ১৮.৪    ১১০    ৮    ৩/৫
শাদাব খান     ৫    ১৮.৪    ১১৩    ৮    ৪/৮
হারিস রউফ (পাকিস্তান)    ৬    ২০.০    ১৫৩    ৮    ৩/২৯

Provaati
    দৈনিক প্রভাতী