বল হাতে এশিয়া কাপে ভুবনেশ্বরই সেরা
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
বল-হাতে-এশিয়া-কাপে-ভুবনেশ্বরই-সেরা
ইনিংসে একবার করে চার ও পাঁচ উইকেট নেন ভুবি। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভুবেনশ্বরের ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট নেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সুপার ফোরের শেষ ম্যাচের পাকিস্তানের বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেন তিনি। টুর্নামেন্টে এটিই তার সেরা বোলিং।
এছাড়া ফাইনালে শ্রীলংকার জয়ে অবদান রাখতে ২৭ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা। তৃতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান ও হারিস রউফ।
এবারের আসরের বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলো পেসার এবাদত হোসেন। ১ ম্যাচে ৩ উইকেট নেন তিনি।
এশিয়া কাপের শীর্ষ পাঁচ বোলার:
বোলার ম্যাচ ওভার রান উইকেট সেরা বোলিং
ভুবেনশ্বর কুমার (ভারত) ৫ ১৯.০ ১১৫ ১১ ৫/৪
হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা) ৬ ২৩.০ ১৭০ ৯ ৩/২১
মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান) ৬ ১৮.৪ ১১০ ৮ ৩/৫
শাদাব খান ৫ ১৮.৪ ১১৩ ৮ ৪/৮
হারিস রউফ (পাকিস্তান) ৬ ২০.০ ১৫৩ ৮ ৩/২৯