সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০০ ১২ ০১  

বঙ্গোপসাগরে-লঘুচাপ-সমুদ্রবন্দরে-তিন-নম্বর-সতর্ক-সংকেত

বঙ্গোপসাগরে-লঘুচাপ-সমুদ্রবন্দরে-তিন-নম্বর-সতর্ক-সংকেত

বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর ফলে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর