সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বখমুত শহর রক্ষায় মরিয়া ইউক্রেন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ১১ ১১ ০১  

বখমুত-শহর-রক্ষায়-মরিয়া-ইউক্রেন

বখমুত-শহর-রক্ষায়-মরিয়া-ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি গ্রাম দখলের পর যুদ্ধ বিধ্বস্ত দোনেস্কের শিল্প শহর বখমুতের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সেনারা। তবে শহরকে রক্ষায় কঠিন অবস্থান নিয়েছে ইউক্রেনের সেনারা।

দোনেস্ক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার প্রধান সড়ক বখমুত শহরেই রয়েছে। শহরটি মদ উৎপাদন ও লবণ প্রক্রিয়াজাতকরণের জন্য প্রসিদ্ধ। সেখানে বাস করেন ৭০ হাজার মানুষ। যদি শহরটি রাশিয়া দখলে নিতে পারে তবে ফেব্রুয়ারি থেকে চালানো অভিযানে সবচেয়ে বড় সাফল্য হবে এটি। 

উত্রাডব্কা, ভেসেলয়া দলিনা ও জিতসেভ থেকে বখমুত শহরে তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ স্থানগুলো দোনেস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে, যা সম্প্রতি রাশিয়ার ফেডারেশনের সঙ্গে অন্তর্ভুক্তি হয়েছে।

ইউক্রেনের আর্টিলারি কমান্ডার সেরহাই বলেন, বখমুত একটি প্রধান কেন্দ্র হওয়ায় সেখানে ইউক্রেনের সেনারা অবস্থান করছে।  আমাদের কাজ হচ্ছে- যেখানে শত্রুর আকর্ষণ এবং গোলাগুলির শক্ত অবস্থান রয়েছে সেই স্থানগুলোকে ধ্বংস করা।

যেহেতু ইউক্রেনের সেনারা টহল দিচ্ছে তাই বখমুত শহরের খালি রাস্তায় বিস্ফোরণের শব্দের ধ্বনি প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

নিকোলাই নামের অন্য একজন ইউক্রেনের সেনা বলেন, আমাদের সব সেনা বখমুত শহরে মোতায়েন করা হয়েছে। আমাদের কামান, বিমান ও হেলিকপ্টার হামলার জন্য প্রস্তুত রয়েূছে। তারা রাতে ও দিনে হামলা চালাতে পারে। কারণ সেটি অভিজাত ইউনিট এবং তারা ভাড়াটে। এ ইউনিটে কোনো রাশিয়ার সৈন্য নেই।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর