মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিলিস্তিনিদের দমনে রিমোট কন্ট্রোল মেশিন গান বসাল ইসরায়েল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০১  

ফিলিস্তিনিদের-দমনে-রিমোট-কন্ট্রোল-মেশিন-গান-বসাল-ইসরায়েল

ফিলিস্তিনিদের-দমনে-রিমোট-কন্ট্রোল-মেশিন-গান-বসাল-ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর হেবরনে রিমোট কন্ট্রোল মেশিন গান  স্থাপন করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। ভিড় ছত্রভঙ্গ করার জন্য ওই চেকপয়েন্ট ব্যবহার করা হবে বলে জানিয়েছে তেলআবিব।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হেবরনে শহরের প্রতিবাদপ্রবণ একটি এলাকায় সাই-ফাই ঘরানার ওই রিমোট কন্ট্রোল মেশিন গান বসানো হযেছে।

ওই রিমোট কন্ট্রোল সিস্টেমটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। দূর থেকে নিয়ন্ত্রণ করেই স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস এবং স্পঞ্জ টিপড বুলেট ছোড়া যাবে সেখান থেকে।

এ ব্যাপারে একজন সামরিক মুখপাত্র হারেৎজকে বলেন, এলাকায় শৃঙ্খলা বিঘ্নিত করা জনগণকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর উন্নত প্রস্তুতির অংশ হিসেবে ওই রিমোট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে পরীক্ষা চলছে।

আরো পড়ুন>> ফেসবুককে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে: অ্যামনেস্টি

অবশ্য ওই মেশিন গান থেকে তাজা গুলি ছোড়া হবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

যদিও, গত কয়েক বছরে স্পঞ্জ-টিপড বুলেটের আঘাতে ফিলিস্তিনিদের গুরুতর আহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। স্পঞ্জ-টিপড বুলেটকে সাধারণত মারাত্মক মনে করা হয় না।

ভিডিওটি দেখুন...

Yes, go visit occupied Hebron where an automatic gun machine is installed at a checkpoint shoots at will.

Make sure u don’t look like a Palestinian. #Israel https://t.co/QRTk8EBaFi pic.twitter.com/5x1vWMlUml

— Abier (@abierkhatib) September 25, 2022

সূত্র: মিডল ইস্ট আই

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর