মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পার্বত্য অঞ্চলে বেশি উন্নয়ন হয়েছে: বীর বাহাদুর উশৈসিং

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

প্রধানমন্ত্রীর-নির্দেশনায়-পার্বত্য-অঞ্চলে-বেশি-উন্নয়ন-হয়েছে-বীর-বাহাদুর-উশৈসিং

প্রধানমন্ত্রীর-নির্দেশনায়-পার্বত্য-অঞ্চলে-বেশি-উন্নয়ন-হয়েছে-বীর-বাহাদুর-উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও নির্দেশনায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে।

শুক্রবার রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে মসজিদ, মন্দির ও বিহারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বীর বাহাদুর উশৈসিং বলেন, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা নয়, এই পার্বত্য অঞ্চল দেশের গুরত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি। এছাড়া খুব শিগগিরই অসমাপ্ত কাপ্তাইয়ের রাইখালীসহ সব জায়গার উন্নয়নমূলক কাজগুলো শেষ হবে।

মন্ত্রী আরো বলেন, পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে রাঙামাটি, বান্দরবান খাগড়াছড়িসহ সব পার্বত্য অঞ্চলে সব ধর্মের মানুষের জন্য সমানতালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ড. ইফতেকার আহমেদ (যুগ্ম সচিব), রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর