সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকাশ্যে লিজ ট্রাসের পদত্যাগ চাইছেন জ্যেষ্ঠ নেতারা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০২  

প্রকাশ্যে-লিজ-ট্রাসের-পদত্যাগ-চাইছেন-জ্যেষ্ঠ-নেতারা

প্রকাশ্যে-লিজ-ট্রাসের-পদত্যাগ-চাইছেন-জ্যেষ্ঠ-নেতারা

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেং-কে বরখাস্ত করায় প্রকাশ্যে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ চাইছেন কনজার্ভেটিভসের জ্যেষ্ঠ নেতাদের একাংশ।

কোয়াসিকে বরখাস্ত করার পরিকল্পনার খবর পেয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এমন সিদ্ধান্ত নেন কনজার্ভেটিভসের গুরুত্বপূর্ণ নেতারা। তারা আগামী সপ্তাহে এটি নিয়ে শক্তভাবে কথা বলবেন।

বৈঠকে থাকা একজন কনজার্ভেটিভস নেতা বিবিসি-কে বলেন, মানুষ এখন সংকটের মধ্যে রয়েছে। এখন প্রধানমন্ত্রী রেহাই পাওয়ার পথ খুঁজে পাবেন না। 

লিজ ট্রাসের সঙ্গে কোয়াসি- ফাইল ফটো

সাবেক মন্ত্রিসভার মন্ত্রীসহ জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, ট্রাসের প্রধানমন্ত্রীর পদটি ধরে রাখা অসম্ভব। কারণ কোয়াসি তার নীতি প্রয়োগ করে ফেলেছেন। 

সূত্র বলছে, কোয়াসির মিনি বাজেটের নীতি অনুযায়ী কর মওকুফের কথা বলেছিলেন লিজ ট্রাস। এ নীতির ওপর থাকার জন্য জ্যেষ্ঠ নেতাদের প্রতিদ্বন্দ্বিতায় তিনি প্রধানমন্ত্রী পদে জিতেছিলেন। এখন কোয়াসিকে দোষারোপ করা তার জন্য হাস্যকর। 

সূত্র আরো জানায়, পার্লামেন্টারি পার্টির সঙ্গে (কনজার্ভেটিভস) কোয়াসির কোনো সম্পর্ক নেই বলে যদি লিজ ট্রাস মনে করে থাকেন তাহলে তিনি ভুল ভাবছেন। 

সূত্র জানায়, কোয়াসিকে মানুষ ভালো বাসে। তিনি বন্ধুত্বপূর্ণ। তিনি সৎ। তিনি একটু বেশিই সৎ। এটিই তার সমস্যা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর