মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুতিনের অধীনে আলোচনা ‘অসম্ভব’

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০২  

পুতিনের-অধীনে-আলোচনা-অসম্ভব

পুতিনের-অধীনে-আলোচনা-অসম্ভব

ইউক্রেন আলোচনা করতে প্রস্তুত থাকলেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনা করা ‘অসম্ভব’ হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। শুক্রবার একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। 

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আলোচনার ক্ষেত্রে ইউক্রেন এগিয়ে ছিল, এখনো আছে। আমাদের রাষ্ট্রই যেটি সবসময় রাশিয়াকে সহযোগিতামূলক, সমান, বিশ্বাসী, সুন্দর ওবং ন্যায্য একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছে। 

তিনি বলেন, এটি নিশ্চিত রাশিয়ার এ প্রেসিডেন্টের সঙ্গে এমন চুক্তি সম্ভব নয়। তিনি জানেন না বিশ্বাস ও সম্মান কি। আর তাই আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে রাজি আছি ঠিকই, কিন্তু রাশিয়ার অন্য আরেক প্রেসিডেন্টের সঙ্গে।

এদিকে, শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান জেলেনস্কি। তিনি পুতিনের ঘোষণার পরপরই জানান, ইউক্রেনে ন্যাটোতে যোগ দিতে আবেদন করেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর