মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০১  

পাকিস্তানে-সামরিক-হেলিকপ্টার-বিধ্বস্ত-৬-সেনা-নিহত

পাকিস্তানে-সামরিক-হেলিকপ্টার-বিধ্বস্ত-৬-সেনা-নিহত

পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পাকিস্তান সেনবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ দুর্ঘটনার খবর জানায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন- এর এক প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তান ও ইরানের সীমান্তের কাছে বেলুচিস্তান প্রদেশের ছোট্ট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাতে প্রশিক্ষণে অংশ নেয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুই মেজরও ছিলেন। তারা ওই হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। যে এলাকায় ওই হেলিকপ্টারটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল সেটি বন্যাকবলিত ছিল না।

আরো পড়ুন>> রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত অন্তত ৯

এর আগে গত ২ আগস্ট বেলুচিস্তানে নিখোঁজ হওয়া একটি সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সে সময় ওই হেলিকপ্টারে থাকা ছয় সেনা সদস্যই প্রাণ হারান। বন্যাকবলিত এলাকায় ত্রাণ অভিযান পরিচালনার সময় দেশটির দক্ষিণাঞ্চলে নিখোঁজ হওয়ার পর জানা যায় যে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় সামরিক বাহিনীর শীর্ষ এক কমান্ডার নিহত হন।

চলতি বছর মৌসুমি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করছে পাকিস্তান। বিশেষ করে সিন্ধু এবং বেলুচিস্তান প্রদেশ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৩২৩ জনই বেলুচিস্তানের।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর