সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পশ্চিমতীরে ইসরায়েলের হামলায় ২ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

পশ্চিমতীরে-ইসরায়েলের-হামলায়-২-ফিলিস্তিনি-নিহত

পশ্চিমতীরে-ইসরায়েলের-হামলায়-২-ফিলিস্তিনি-নিহত

অধিকৃত পশ্চিম তীরে গ্রেফতার অভিযান চালানোর সময় শুরু হওয়া সংঘর্ষে দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শনিবার (৮ অক্টোবর) উপত্যকার জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কর্মকর্তারা জানান, হতাহত দু’জনের বয়সই ১৭ বছর। তাদের নাম আহমাদ মোহাম্মদ দারাগমেহ ও মোহাম্মদ আস-সুয়াস।

ইসরায়েলি এই অভিযানে আরো অন্তত ১১ জন আহত হয়েছে। যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরের দিকে ইসরায়েলি সেনারা ক্যাম্পে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘিরে ফেলে। এসময় তারা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন>> চলাচলের জন্য আংশিকভাবে খুলে দেয়া হল ক্রিমিয়ান সেতু

উল্লেখ্য, গত ৩১ মার্চ পশ্চিম তীরে অপারেশন ব্রেকওয়াটার নামে এক অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। চলমান এই অপারেশনে এখন পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর