বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মাসেতুতে বাইক চলাচল নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

পদ্মাসেতুতে-বাইক-চলাচল-নিয়ে-যা-বললেন-সেতুমন্ত্রী

পদ্মাসেতুতে-বাইক-চলাচল-নিয়ে-যা-বললেন-সেতুমন্ত্রী

পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার চিন্তা সরকারের আপাতত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুতে মোটরসাইকেল চালুর বিষয়ে প্রথমে আমাদের কোনো নিষেধ ছিল না। কিন্তু এমনভাবে ছোটে সবাই, সেখানে একটা সমস্যা হয়ে যায়। যে সমস্যার জন্য পদ্মাসেতুই চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

সেতুমন্ত্রী বলেন, এ বাস্তবতাটি সবার মেনে নেয়া উচিৎ। এছাড়া কিছুদিন পর কালনা সেতুর উদ্বোধন হলে নতুন বাস্তবতা দেখা যাবে। তখন এ পথে আরো দ্রুতবেগে গাড়ি চলবে। এখানে একটি অংশ কালনার কাছে গিয়ে থেমে যায়, ঐ অংশতে আরো দ্রুতবেগে আসা-যাওয়া করবে। তখন বাস্তবতাসহ সবকিছু মিলিয়ে পরবর্তীতে আমরা চিন্তা করবো।

২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন যান চলাচলের প্রথম দিনেই ঘটে মোটরসাইকেল দুর্ঘটনা। এতে দুজন মারা যান। এরপরেই পদ্মাসেতুতে বাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। দুই মাসেরও বেশি সময় পার হলেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে সরকারের চিন্তা জানানো হয়নি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর