শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদত্যাগ করছেন বিতর্কিত সেই ইসরায়েলি কোম্পানির সিইও

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

পদত্যাগ-করছেন-বিতর্কিত-সেই ইসরায়েলি কোম্পানির-সিইও

পদত্যাগ-করছেন-বিতর্কিত-সেই ইসরায়েলি কোম্পানির-সিইও

অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বিতর্কিত পেগাসাস স্পাইওয়্যার সফটওয়্যারের কোম্পানি এনএসও’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শালেভ হুলিও। কোম্পানিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে তিনি পদত্যাগ করেন। 

সোমবার  ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঋণে জর্জরিত এ বেসরকারি কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোতে পণ্য বিক্রিতে নজর দেওয়া হবে।

কোম্পানির একজন মুখপাত্র বিবৃতিতে জানান, এনএসওকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করতে যাচ্ছেন। কোম্পানির প্রধান অপারেটিং কর্মকর্তা ইয়ারন সোহাত এখন নেতৃত্ব নেবেন ও পুনর্গঠন প্রক্রিয়া পরিচালনা করবেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, পুনর্গঠনের অংশ হিসেবে এনএসও বিশ্বের শীর্ষস্থানীয় হাই-টেক সাইবার ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর মধ্যে একটি রয়ে গেছে তা নিশ্চিত করতে এটির ক্রিয়াকলাপগুলোকে সুবিন্যস্ত করাসহ ব্যবসার সমস্ত দিক পরীক্ষা করা হবে।

বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা এ সফটওয়্যার নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সামালোচনা চলছে।

গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়েই পেগাসাস কেলেঙ্কারি প্রথম প্রকাশ্যে আসে। বলা হয়, এনএসও গ্রুপ থেকে এ স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে আসছে অনেক দেশের সরকার।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর