শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে: পাটমন্ত্রী

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

নির্ধারিত-সময়ের-মধ্যে-প্রকল্পের-কাজ-শেষ-করতে-হবে-পাটমন্ত্রী

নির্ধারিত-সময়ের-মধ্যে-প্রকল্পের-কাজ-শেষ-করতে-হবে-পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, অর্থবছরের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির হার বৃদ্ধি করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে কৃচ্ছতা সাধন করতে হবে। তবে কোনোভাবেই দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না।

বুধবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রকল্পে গুণগত মানসম্পন্ন যন্ত্রপাতি ক্রয়ের পরামর্শ দেন মন্ত্রী। যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার নির্দেশনা দেন তিনি।

সভায় জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিগত ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯০ দশমিক ১৪ শতাংশ বাস্তবায়ন করেছে। ২০২১-২২ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশোধিত এডিপিভুক্ত মোট ৩১টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪১৬.১৪ কোটি টাকা। জুন পর্যন্ত মোট ৩৭৫.১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বরাদ্দের বিপরীতে আর্থিক অগ্রগতির হার ৯০ দশমিক ১৪ শতাংশ।

এডিপিভুক্ত মোট ৩১টি প্রকল্পের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১টি, বস্ত্র অধিদফতর ১৬টি, বাংলাদেশ তাঁত বোর্ড ৬টি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ৪টি, পাট অধিদফতর ১টি, বিজেএমসি ৩টি প্রকল্প বাস্তবায়ন করছে।

সভায় আরো ছিলেন- বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর