মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নালায় মিলল শতবর্ষের আগের বিলুপ্ত মাছ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

নালায়-মিলল-শতবর্ষের-আগের-বিলুপ্ত-মাছ

নালায়-মিলল-শতবর্ষের-আগের-বিলুপ্ত-মাছ

মার্কিন যুক্তরাষ্ট্রের কলারাডোতে ১০০ বছর আগে বিলুপ্ত হওয়া গ্রিনব্যাক কাটথ্রোট ট্রাউট প্রজাতির মাছের সন্ধান মিলেছে। এরইমধ্যে সেই প্রজাতির মাছ পেয়ে উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। 

নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, খনির দূষণ, বেশি পরিমাণ মাছ ধরা ও অন্যান্য মাছের আগ্রাসনের কারণে ঐ প্রজাতির মাছ বিলুপ্ত হয়। ১৯৩০ সালের দিকে মাছের এ প্রজাতিটি বিলুপ্ত হয় বলে ধারণা করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের উপনদী সাউথ প্লেইটের নালার প্রবাহ থেকে মাছটির সন্ধান মেলেছে। এটি প্রাকৃতিকভাবেই জন্ম নিয়েছে। গত সোমবার কলরাডো পার্কস এবং বন্যপ্রাণীর দক্ষিণ-পূর্ব অঞ্চলের টুইটার হ্যান্ডেলে গ্রিনব্যাক কাটথ্রোট ট্রাউট প্রজাতির মাছের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। 

ছবি: সংগৃহীত

টুইটারে লেখা হয়, সাউথ প্লেইটের নালাতে প্রাচীন পানির প্রবাহে প্রাকৃতিকভাবে  গ্রিনব্যাক কাটথ্রোট ট্রাউট প্রজাতির মাছ উৎপন্ন হয়েছে। এটিকে দীর্ঘদিনের বিলুপ্ত মাছ হিসেবে বিবেচনা করা হয়। এ প্রজাতির মাছের সন্ধানকে বন্যপ্রাণীর বিশাল সংরক্ষণ হিসেবে দেখা হচ্ছে। 

মাছটি কলারাডোর শহর দেনভারের সাউথ প্লেইট নদীর ড্রেনেজের হারমান গালচেতে পাওয়া গেছে। এটি আবিষ্কার করতে পারা একটি যুগান্তকারী কাজ। 

দ্যা কলারাডো পার্কস নিউজউইককে বলেন, একেবারে বিলুপ্ত হওয়ার কিনারা থেকে গ্রিনব্যাক কাটথ্রোট ট্রাউট প্রজাতির মাছকে উদ্ধার করতে এক দশক অনেক চেষ্টা করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর