সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধারাবাহিক ভুলে চোখে জমা ২৩ কন্টাক্ট লেন্স (ভিডিও)

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

ধারাবাহিক-ভুলে-চোখে-জমা-২৩-কন্টাক্ট-লেন্স-ভিডিও

ধারাবাহিক-ভুলে-চোখে-জমা-২৩-কন্টাক্ট-লেন্স-ভিডিও

কন্টাক্ট লেন্স ব্যবহারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মূলত চোখের সমস্যা বা দূরের জিনিস দেখার সমস্যা দূর করতে চশমার বিকল্প হিসেবে এটি ব্যবহার করেন অনেকে। তবে সাবধানতা অবলম্বন না করলে পড়তে হয় বিপদে। সাধারণত এক চোখে সবাই একটি কন্টাক্ট লেন্সই পরেন। তবে সেই নিয়ম ভেঙে ফেলেছেন যুক্তরাষ্ট্রের এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দাবাজার পত্রিকার খবরে বলা হয়, কয়েকদিন ধরে মার্কিন নারীর চোখে কিছু আটকে রয়েছে বলে অনুভব করছিলেন। সেই সঙ্গে তার চোখে অস্বস্তিও হচ্ছিলো। অবশেষে ঐ নারী চোখের সমস্যা থেকে রেহাই পেতে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন যে নারীর চোখে একাধিক কন্টাক্ট লেন্স রয়েছে। এরপর একে একে নারীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করেন চিকিৎসক। ঐ কন্টাক্ট লেন্সগুলো সবুজ রং ধারণ করেছিল।

মূলত ঐ নারী রাতে ঘুমানোর আগে চোখ থেকে কন্টাক্ট লেন্স খুলতে ভুলে যেতেন। পরদিন ঘুম থেকে উঠে চোখে আবার নতুন আরেকটি কন্টাক্ট লেন্স লাগাতেন তিনি। এভাবে টানা ২৩ দিন একই কাজ করায় চোখে ২৩টি কন্টাক্ট লেন্স জমা হয়।

ঐ নারীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করা চিকিৎসক ক্যাটরিনা কুর্তিভা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কন্টাক্ট লেন্স বের করার ভিডিও আপলোড করেন। এতে কেউ কেই ঐ মার্কিন নারীকে চশমা পরার পরামর্শ দেন।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর