সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চেক-ঢেউটিন দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

দুর্যোগে-ক্ষতিগ্রস্তদের-চেক-ঢেউটিন-দিলেন-পানিসম্পদ-প্রতিমন্ত্রী

দুর্যোগে-ক্ষতিগ্রস্তদের-চেক-ঢেউটিন-দিলেন-পানিসম্পদ-প্রতিমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

শুক্রবার বরিশাল নগরের বান্দরোডের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে এ ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিসমিল্লাহ চর কান্দা জামে মসজিদে ৬ বান্ডিল ঢেউটিন ও ১৮ হাজার টাকার চেক দেওয়া হয়।

এছাড়া চরবাড়িয়া ইউনিয়নের ভূঁইয়া বাড়ি জামে মসজিদ, চরকাউয়া ইউনিয়নের তালুকদার জামে মসজিদ, চন্দ্রমোহন ইউনিয়নের মধ্য চন্দ্রমোহন জামে মসজিদ, উত্তর চন্দ্রমোহন জামে মসজিদ, চাদপুরা ইউনিয়নের রাধা গোবিন্দ মন্দিরসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ২০০ বান্ডিল টিন ও ৬ লাখ টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর