বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই বছর টাকা জমিয়ে বাবাকে মার্সিডিজ-বেঞ্জ উপহার 

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

দুই-বছর-টাকা-জমিয়ে-বাবাকে-মার্সিডিজ-বেঞ্জ-উপহার 

দুই-বছর-টাকা-জমিয়ে-বাবাকে-মার্সিডিজ-বেঞ্জ-উপহার 

বাবার স্বপ্ন ছিল একটি মার্সিডিজ-বেঞ্জ সি ২০০ কেনার। পাঁচ সন্তানকে মানুষ করতে গিয়ে জলাঞ্জলি দিতে হয়েছে নিজের ইচ্ছার। তবে বাবার ৭১তম জন্মদিনে পাঁচ ভাইবোন পছন্দের মার্সিডিজ-বেঞ্জ গাড়ি কিনে দিয়েছে।

এ ঘটনা মালয়েশিয়ার তাইপিংয়ের। সন্তানদের এমন ভালোবাসায় সিক্ত ব্যক্তির নাম জুলকিফলি সাদুন। প্রথমে বুঝতেই পারেননি তার সন্তানরা তাকে মার্সিডিজ-বেঞ্জ উপহার দিয়েছে। যখন বুঝতে পারেন গাড়িটি তার জন্যই তখন হেসে দেন জুলকিফলি।

জুলকিফলির মেয়ে ইয়ুমানিজা জুলকিফলি বলেন, গত ২৩ আগস্ট বাবার ৭১তম জন্মদিনে তাকে সারপ্রাইজ গিফট। আমরা পাঁচ ভাইবোন মিলে বাবাকে এই উপহার দিয়েছি।

তিনি বলেন, দুই বছর ধরে আমরা ভাইবোনরা মিলে টাকা জমানো শুরু করি। বাবা একটি সেকেন্ড-হ্যান্ড হোন্ডা সিআরভি ব্যবহার করছিলেন। আমরা তাকে নতুন গাড়ি উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু বাবার পছন্দ ছিল মার্সিডিজ-বেঞ্জ সি২০০।

ইয়ুমানিজা বলেন, বাবা আমাদের জন্য কত আত্মত্যাগ করেছেন। এখন আমরা ভাইবোনরা কাজ করি। তাই আমরা তাকে সবচেয়ে ভালোটাই দিতে চেয়েছিলাম।

অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেন জুলকিফলি। কোমল পানীয় এবং রাতে মার্কেটে রোজাক বিক্রি করতেন তিনি। এমনকি ইয়ুমানিজাকে গাড়ি কিনে দিতেও নিজের সর্বোচ্চ চেষ্টা করেন জুলকিফলি। সূত্র মালয় মেইল

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর