সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিণে বিরাট সফলতার দাবি ইউক্রেনের

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

দক্ষিণে-বিরাট-সফলতার-দাবি-ইউক্রেনের

দক্ষিণে-বিরাট-সফলতার-দাবি-ইউক্রেনের

রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলে বিরাট আকারের সামরিক সফলতা পেয়েছে ইউক্রেন। গণভোটের পর রাশিয়ার অংশ করা খেরসনে ইউক্রেনের এ অগ্রগতি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে পূর্বাঞ্চলেও অবস্থান শক্তিশালী করছে কিয়েভ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসরের বিষয়টি নিশ্চিত করেছেন মস্কোপন্থী কর্মকর্তারা। তবে রাশিয়ার দাবি, রুশ সেনারা এখন অবস্থান ধরে রাখছে।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, একাধিক এলাকার বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থান মুক্ত করতে ইউক্রেনের সেনারা তুমুল লড়াই চালিয় যাচ্ছেন।

খেরসনে রুশপন্থী নেতা ভ্লাদিমির সালদো স্বীকার করেন, ডুডচানি শহরের কাছে ইউক্রেনীয় সেনাদের আক্রমণে রাশিয়ার প্রতিরক্ষা বলয় ভেঙে গেছে। কিছু বসতি দখল করেছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ বলেন, সংখ্যা বেশি থাকা ইউক্রেনীয় ট্যাংক জলোটা বল্কার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। এটি আগে ছিল রণক্ষেত্র। মুখপাত্র দাবি করেন, রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ১৩০ সেনা নিহত হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর