বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তীব্র যানজট থেকে প্রেম-বিয়ে-সংসার, তবুও চলছে ফ্লাইওভারের নির্মাণকাজ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

তীব্র-যানজট-থেকে-প্রেম-বিয়ে-সংসার-তবুও-চলছে-ফ্লাইওভারের-নির্মাণকাজ

তীব্র-যানজট-থেকে-প্রেম-বিয়ে-সংসার-তবুও-চলছে-ফ্লাইওভারের-নির্মাণকাজ

একটি ফ্লাইওভার নির্মাণকাজ চলার সময় তীব্র যানজটের মুখে পড়েন এক ছেলে ও মেয়ে। সম্পর্কে তারা ছিলেন বন্ধু ও বান্ধবী। কিন্তু সেই যানজট তাদের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে দিয়েছে। প্রেম থেকে বিয়ে হয়েছে দুজনের। এরপর দুই বছর ধরে সংসারও করছেন তারা। তবুও সেই ফ্লাইওভারের কাজ এখনো শেষ হয়নি।

ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনাটি ঘটেছে। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, একদিন বান্ধবীকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন এক যুবক। পথিমধ্যে একটি ফ্লাইওভার নির্মাণকাজ চলায় তীব্র যানজটের মুখে পড়ে বিরক্ত হন তারা। তখন তাদের ক্ষুধাও লেগেছিল প্রচণ্ড। তাই দুজনে অন্য পথে রওয়ানা দেন এবং একসঙ্গে রাতের খাবার খান। কেবল বন্ধুত্বের সম্পর্কটা বদলে যায় তখনই। এরপর তিন বছর প্রেম করেছেন চুটিয়ে। তারপর বিয়ে হয়েছে দু’বছর হলো। কিন্তু এখনো শেষ হয়নি সেই ফ্লাইওভারের কাজ।

আইটি শিল্পের জন্য পরিচিত বেঙ্গালুরুতে অফিস সময়ে তীব্র যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা। এ নিয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু তার মধ্যেই ব্যতিক্রম একজন মনের মতো জীবনসঙ্গী পেয়েছেন।

ঐ ব্যক্তি বলেন, একদিন আমি তাকে (তখন কেবল বন্ধু হিসেবে চিনতাম) বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলাম। এ সময় আমরা এজিপুরা ফ্লাইওভারের নির্মাণকাজের কারণে এক জায়গায় যানজটে আটকা পড়ি। দু’জনেই হতাশ হয়ে পড়েছিলাম এবং ক্ষুধাও লেগেছিল। তাই ঘুরে অন্য পথে গিয়ে একসঙ্গে রাতের খাবার খাই। এরপর প্রেম এবং বিয়ে করেছি। সংসার করছি দুই বছর। কিন্তু সেই আড়াই কিলোমিটার ফ্লাইওভারের নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

রেডিটের ঐ পোস্টের একটি স্ক্রিনশট গত ১৮ সেপ্টম্বর টুইটারে শেয়ার করেন এক ব্যবহারকারী। এরপর সেটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ঐ পোস্টের কমেন্টে অনেকেই সেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি যানজটে নিজেদের দুর্ভোগের কথাও শেয়ার করেছেন অনেকে। একজন লিখেছেন, আমি যতদিন ধরে বেঙ্গালুরুতে আছি, সবসময় ফ্লাইওভারটির নির্মাণকাজ চলছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর