সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ান নিয়ে মন্তব্যে বেইজিংয়ের প্রশংসায় ভাসছেন ইলন মাস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

তাইওয়ান-নিয়ে-মন্তব্যে-বেইজিংয়ের-প্রশংসায়-ভাসছেন-ইলন-মাস্ক

তাইওয়ান-নিয়ে-মন্তব্যে-বেইজিংয়ের-প্রশংসায়-ভাসছেন-ইলন-মাস্ক

তাইওয়ান নিয়ে ‘শান্তিপূর্ণ’ প্রস্তাবের জন্য বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে ধন্যবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং।

সোমবার (১০ অক্টোবর) এক টুইট বার্তায় ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়ে কিন গ্যাং বলেন, তাইওয়ান প্রণালিতে শান্তি প্রতিষ্ঠায় যে আহ্বান ইলন মাস্ক জানিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাতে চাই।

গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে একটি সাক্ষাৎকার দেন ইলন মাস্ক। ওই সাক্ষাৎকারে ইলন মাস্ক পরামর্শ দেন, তাইওয়ানকে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল করা যেতে পারে, যা যুক্তিসংগতভাবে প্রীতিকর হবে।

তিনি আরো বলেছেন, তাইওয়ানের কিছু অংশের নিয়ন্ত্রণ চীনের হাতে দিয়ে দিলে সমস্যাটির সমাধান হতে পারে। আমার পরামর্শ হলো ... তাইওয়ানের জন্য বিশেষ প্রশাসনিক এলাকা চিহ্নিত করতে হবে, তবে এটি সম্ভবত সবাইকে খুশি করতে পারবে না।

সাংহাইয়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার বড় কারখানা রয়েছে। চীন ও তাইওয়ান ইস্যুতে প্রশ্ন করা হলে এ ধরনের পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক।

বেইজিং দাবি করে তাইওয়ান তাদের একটি প্রদেশ। তবে তাইওয়ানের দাবি, সেখানকার যাবতীয় সিদ্ধান্ত নেয়ার অধিকার বসবাসরত ২৩ মিলিয়ন মানুষের রয়েছে।

আরো পড়ুন>> রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা

এর আগে ইউক্রেন ইস্যুতেও বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচিত হয়েছেন ইলন মাস্ক। ইউক্রেনের কাছ থেকে দখলে নেয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। এর জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইলন মাস্ককে এক হাত নিয়েছেন।

এদিকে মাস্কের এই প্রস্তাব নিয়ে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীনতা বিক্রির জন্য নয়। মাস্কের এই মন্তব্য শুধু জাতীয় সার্বভৌমত্বকেই লঙ্ঘন করে না, বরং তা গণতন্ত্রকেও ক্ষতিগ্রস্ত করে।

মাস্কের প্রস্তাবের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, তাইওয়ান ইস্যুটি চীনের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়। চীন বিদেশি বাহিনীর হস্তক্ষেপ দমন করবে।

সূত্র: আল-জাজিরা

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর